আমি এসব করতে পারি? ক্রিকেটার সাব্বিরের প্রশ্ন

ছবির উৎস, Sabbir Rahman, Facebook
ব্যক্তিগত কিছু বিষয়ে ভক্তদের কাছে ব্যাখ্যা দেওয়ার জন্যে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাব্বির রহমান।
তবে ব্যক্তিগত বিষয় বললেও ঠিক কোন বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন সেটি স্পষ্ট করেন নি।
বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে সাব্বির রহমান যা করেছেন তার জন্যে ক্রিকেট কর্তৃপক্ষ বা বিসিবি সেটিকে 'গুরুতর শৃঙ্খলাবহির্ভূত' কাজ হিসেবে উল্লেখ করেছে।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে।
সাব্বির রহমানের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ সেবিষয়ে বিসিবির কোন কর্মকর্তা কিছু বলতে চাননি।
তবে জাতীয় দলের এই ব্যাটসম্যান তার ভিডিওতে এসব অভিযোগ অস্বীকার করে তার ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন: "আমি কি এসব করতে পারি?"
তবে তার এই কাজের জন্যে সাব্বিরের বিপিএল চুক্তির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
ভিডিওতে তিনি বলেছেন, তার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে এবং ফেসবুকে অনেক কিছু বলা হচ্ছে। তারপর তিনি ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন: "আপনাদের কি বিশ্বাস হয় যে আমি এই কাজটা কখনো করেছি?"
"মেয়ে, ছেলে, ছোট থেকে বৃদ্ধ সবাই আমার ফ্রেন্ড। সবাইকে তো আমি ছবি তুলতে মানা করতে পারবো না," বলেন তিনি।

ছবির উৎস, Sabbir Rahman, Facebook
সাব্বির রহমান তার ভিডিওতে আরো বলেছেন, "আমি রেস্টুরেন্টে খেতে যাই বা শপিং মলে যাই বা যখন সিনেমা হলে ছবি দেখতে যাই তখন যদি তারা এসে বলে ভাই একটা ছবি তুলি, একটা মেয়ে যদি বলে আমি কি সেটা ডিনাই করতে পারবো?"
সাব্বির রহমান মনে করেন তার সাথে তোলা কোন ছবি অপব্যবহারের কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, "মেয়েরা সিঙ্গেল ছবি তোলে, ছেলেরাও তোলে, তারপর সেটা ফেসবুকে দেয় এবং এই ছবি যদি কেউ অপব্যবহার করে সেটা কি আমার দোষ?"
তিনি বলেন, "আপনাদের যদি মনে হয় যে এই কাজগুলো আমি করেছি তাহলে আমার কিছু বলার নেই। আর যদি মনে করেন যে এসব কাজ আমি করি নাই তাহলে এই ভিডিওটা শেয়ার করুন।"
"সবাই দেখুক, সবাই বুঝুক যে এই কাজ আমি কখনোই করতে পারি না।"
ভিডিওটি শেষ করার আগে তিনি সবার কাছে দোওয়া চেয়েছেন যাতে আগামীতে তিনি আরো ভালো খেলতে পারেন।
শনিবার বাংলাদেশ সময় রাত দশটা পর্যন্ত এই ভিডিওতে লাইক পড়েছে ৩৫ হাজার।
শেয়ার হয়েছে ২১ হাজারেরও বেশি। আর মন্তব্য পড়েছে প্রায় আড়াই হাজার।








