গোলাম আযমের ছেলে আটক-জামায়াতের অভিযোগ

আবদুল্লাহিল আমান আযমী
ছবির ক্যাপশান, আবদুল্লাহিল আমান আযমী

জামায়াতে ইসলামীর সাবেক আমীর এবং যুদ্ধাপরাধী গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (সাবেক) আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করছে দলটি।

এর আগে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে গোলাম আযমের প্রবাসী আরেক ছেলে এ অভিযোগ করেন।

জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে মি: আযমীকে আটকের অভিযোগ করে বলা হয়, সোমবার রাত ১২টার দিকে ঢাকার বড় মগবাজারের বাসা থেকে তাকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আটক করা হয়।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবদুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দিয়েছে।

জামায়াতে ইসলামীর ওয়েবসাইটের এ খবরটিতে গোলাম আযমের আরেক ছেলে যুক্তরাজ্য প্রবাসী সালমান আল-আযমীর ফেসবুক স্ট্যাটাসকে উদ্ধৃত করে বলা হয়েছে, ডিবি পুলিশের অন্তত ৩০-৩৫ জন সদস্য মি: আযমীকে তুলে নিয়ে যায়।

মি: আযমীর বাড়িতে অভিযান চালানোর সময় সংশ্লিষ্ট রাস্তায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

বাড়ির কেয়ারটেকারকে উদ্ধৃত করে জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে বলা হয়েছে, “ চলে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশেরা আমাকে দেখিয়ে দিতে বলে এই ভবনের আশেপাশে কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে বাড়িতে ক্যামেরা ছিল না। কিন্তু মহল্লার নিরাপত্তার ক্যামেরা ছিল গলিতে। সেগুলো তারা খুলে নিয়ে গেছে।”

সালমান আল-আযমী অভিযোগ করেন তার ভাইয়ের বিরুদ্ধে কোন মামলা নেই । গোলাম আযমের ছেলে হবার কারণেই তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন সালমান আল-আযমী।

এদিকে বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, মি: আযমীকে আটকের বিষয়ে কোন তথ্য তাদের কাছে নেই।