প্রাচীন শহর পালমায়রায় ধ্বংসযজ্ঞের নমুনা

কর্মকর্তারা বলছেন, শহরের অবস্থা আরো খারাপ হতে পারতো বলে তারা আশঙ্কা করেছিলেন

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, কর্মকর্তারা বলছেন, শহরের অবস্থা আরো খারাপ হতে পারতো বলে তারা আশঙ্কা করেছিলেন

সিরিয়ার সরকারি বাহিনী তথাকথিত ইসলামিক স্টেটের হাত থেকে প্রাচীন ও ঐতিহাসিক শহর পালমায়রা পুনর্দখল করার পর শহরের ধ্বংসযজ্ঞের নতুন কিছু ছবি বেরিয়ে এসেছে।

আই এস জঙ্গিরা গত বছরের মে মাসে এই শহর দখলে নেওয়ার পর গত ১০ মাসে বহু পুরাকীর্তি ও প্রাচীন স্থাপত্য ধ্বংস করে ফেলে।

এসব ছবিতে দেখা যাচ্ছে ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব হেরিটেজ এলাকায় আইএস কি ধরনের ধংসযজ্ঞ পরিচালনা করেছে।

সিরিয়া প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক সংস্থার প্রধান মামুন আব্দুলকরিম বলেছেন, তারা আরো খারাপ পরিস্থিতি আশঙ্কা করেছিলেন।

তিনি জানান, তারা এখন শহরটির পরিস্থিতি ঘুরে দেখবেন।

শহরটি পুনর্দখল করতে পারায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার সেনাবাহিনীর প্রশংসা করে বলেছেন, পালমায়রা উদ্ধার একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

খবরে বলা হচ্ছে পুরো শহরটি এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে।

নগর রক্ষাকারী দুর্গ: গত রোববার তোলা ছবি

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, নগর রক্ষাকারী দুর্গ: গত রোববার তোলা ছবি
প্রায় ২,০০০ বছরের পুরনো একটি সৌধ, জঙ্গিরা গত বছরের অক্টোবর মাসে একটি ধ্বংস করে ফেলে

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, প্রায় ২,০০০ বছরের পুরনো একটি সৌধ, জঙ্গিরা গত বছরের অক্টোবর মাসে একটি ধ্বংস করে ফেলে
সৌধটির ধ্বংসাবশেষ

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, সৌধটির ধ্বংসাবশেষ
জাদুঘরের ভেতরে ধ্বংসযজ্ঞ
ছবির ক্যাপশান, জাদুঘরের ভেতরে ধ্বংসযজ্ঞ
টেম্পেল অফ বেল
ছবির ক্যাপশান, টেম্পেল অফ বেল
পালমায়রা সিটি কাউন্সিল
ছবির ক্যাপশান, পালমায়রা সিটি কাউন্সিল
পালমায়রা জাদুঘরে প্রবেশমুখে একটি পুরাকীর্তি
ছবির ক্যাপশান, পালমায়রা জাদুঘরে প্রবেশমুখে একটি পুরাকীর্তি