কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হুমকি

hasan_azizul_haque
ছবির ক্যাপশান, লেখক-প্রকাশকের ওপর অব্যাহত হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারকে আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হকও

কথাসাহিত্যিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসান আজিজুল হককে টেলিফোনে হুমকি দেয়া হয়েছে।

রোববার বিকেলে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেয়া হয়।

তবে, অধ্যাপক হক বিবিসি’কে জানিয়েছেন, তিনি ভীত নন।

আর মানুষের কণ্ঠরোধ করা যাবে না কোনভাবেই।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে লেখক-প্রকাশকের ওপর অব্যাহত হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারকে আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়ার পর, মাত্র গত সপ্তাহেই অধ্যাপক আনিসুজ্জামানকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

অধ্যাপক আনিসুজ্জামানের সঙ্গে ঐ বিবৃতি-দাতাদের মধ্যে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকও ছিলেন।

অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, অজ্ঞাত নম্বর থেকে আসা ফোনের অপর প্রান্তে থাকা লোকটি কিছু কথা বলার পর তাঁকে ‘পরিবর্তন’ হতে বলেন।

“যদি পরিবর্তন না হই তাহলে আমার জন্য সেটা খারাপ হবে বলে হুমকি দেন।”

হুমকি পাবার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অধ্যাপক হকের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে বলে জানিয়েছেন তিনি।