প্যারিসে গুলি এবং বোমা হামলা: ছবিতে

ফ্রান্সের রাজধানী প্যারিসে একাধিক গুলি এবং বোমা হামলায় অন্তত ১২০ জন নিহত হয়েছে। হামলার পর ফ্রান্সজুড়ে জরুরী অবস্থা জারি করা হয়েছে।

ঘটনাস্থলের কয়েকটি ছবির সংগ্রহ।

paris attack

ছবির উৎস, epa

ছবির ক্যাপশান, ঘটনাস্থল থেকে হতাহতদের অনেককে পালিয়ে যেতে দেখা যায়
paris attack

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, রক্তমাখা টি-শার্ট গায়ে একজনকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়
paris attack

ছবির উৎস, Getty

ছবির ক্যাপশান, ভিকটিমদের একজনকে সাহায্য করছেন একজন সেবাকর্মী
paris attack
ছবির ক্যাপশান, ফরাসী সংবাদপত্রে হামলার খবর
paris attack

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, আহতদের চিকিৎসার জন্য সেবাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন
paris attack

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, প্যারিসে প্রায় দেড় হাজার সেনা মোতায়েন করা হয়েছে
paris attack

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, হতাহতদের উদ্ধার করছেন দমকল কর্মীরা
paris attack

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ঘটনার পর প্যারিসের রাস্তায় আলিঙ্গন করছেন বেঁচে যাওয়া মানুষদের স্বজনেরা