নবীকে নিয়ে ছবি: ফতোয়ার জবাব দিয়েছেন এআর রহমান

ছবির উৎস, PR
নবী মহম্মদের জীবনী-ধর্মী একটি চলচ্চিত্রে সুর দিয়ে কট্টর ইসলামপন্থীদের রোষানলে পড়া অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান মুখ খুলেছেন।
তার ফেসবুক পাতায় এক বিবৃতিতে মি রহমান বলেন, সরল বিশ্বাসে তিনি এই ছবির সুর দিয়েছেন।
"শেষ বিচারের দিনে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন আমি তোমাকে প্রতিভা, টাকা-পয়সা, খ্যাতি সব দিয়েছিলেম, তুমি কেন আমার প্রিয় নবীর ওপর চলচ্চিত্রের জন্য সুর করোনি? ... যে ছবির উদ্দেশ্য মানুষকে ঐক্যবদ্ধ করা এবং নির্বিচারে হত্যা নয় বরঞ্চ মানবতা এবং দয়ার জন্য আমার বাণীকে ছড়িয়ে দেওয়া ..."
ইরানী চলচ্চিত্রকার মাজিদ মাজিদির 'মহম্মদ-মেসেঞ্জার অব গড' ছবিটিতে সুর দেওয়ার জন্য সুন্নি একটি মুসলিম গোষ্ঠী রহমানের বিরুদ্ধে সম্প্রতি ফতোয়া জারী করে।

ছবির উৎস, AFP
মুম্বাই-ভিত্তিক রাজা একাডেমী গত সপ্তাহে তাদের জারী করা ফতোয়ায় দাবী করে, নবী মহম্মদের ওপর চলচ্চিত্র করার জন্য মাজিদ মাজিদি এবং তাতে সুর দেওয়ার জন্য এ আর রহমানকে ক্ষমা চাইতে হবে।
ঐ গোষ্ঠী চলচ্চিত্রটি ভারতে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে।
ফতোয়া জারীর পর দুদিন আগে দিল্লীতে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান বাতিল করে এ আর রহমান।
তারপর আজ তার ফেসবুক পাতায় বিবৃতিতে ঐ ছবিতে সুর দেওয়ার ব্যাপারে তার ব্ক্তব্য তুলে ধরলেন। তবে ফতোয়ার দবিমত ক্ষমা চাননি তিনি।
চেন্নাই-ভিত্তিক এ আর রহমান জন্মগতভাবে হিন্দু হলেও পরে তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে।








