জামিনে মুক্তি পেলেন সাংবাদিক প্রবীর শিকদার

ছবির উৎস, no
বাংলাদেশে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়া সাংবাদিক প্রবীর শিকদার আজ জামিনে মুক্তি পেয়েছেন।
আজ বুধবার ফরিদপুর জেলার একটি আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করলে দুপুরে তিনি মুক্তি পান। এর আগে গতকাল মিস্টার শিকদারের ৩ দিনের রিমান্ডে মঞ্জুর করেছিল আদালত।
আদালত আগামী ২২শে সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ পর্যন্ত প্রবীর সিকদারের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।
নিজের জীবন নিয়ে আশংকা প্রকাশ করে এবং সম্ভাব্য পরিণতির জন্য স্থানীয় সরকার মন্ত্রীসহ তিনজনকে দায়ী করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সাংবাদিক প্রবীর শিকদারকে গত সোমবার ঢাকায় গ্রেফতার করে পুলিশ।
পরে তার বিরুদ্ধে ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়।
মি: শিকদারের পরিবার এবং ফরিদপুরের কয়েকজন সাংবাদিক বলেছেন, হিন্দু সম্পত্তি দখল নিয়ে এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে ফেসবুকে লেখার কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।




