আফগান তালিবান নেতা মোল্লা ওমর মারা গেছেন

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আফগান তালিবান নেতা মোল্লাহ মোহাম্মদ ওমর মারা গেছেন। তবে জঙ্গী গোষ্ঠী তালিবান এই দাবির ব্যাপারে এখনো কোন মন্তব্য করেনি।

আফগানিস্তানের গোয়েন্দা সূত্রগুলো বলছে, মোল্লাহ ওমর সম্ভবত দুই থেকে তিন বছর আগে মারা গেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তারা প্রকাশ করেনি।

বিবিসির পক্ষ থেকে তালিবানের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, তালিবানের পক্ষ থেকে এ ব্যাপারে শীঘ্রই একটি বিবৃতি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার মোল্লাহ ওমর মারা গেছেন বলে গুজব শোনা গেছে।

তবে এই প্রথম আফগান সরকারের শীর্ষস্থানীয় সূত্র থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হচ্ছে।

আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের পর সেখানে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের মধ্যে যে লড়াই শুরু হয়, তাতে তালিবানের নেতৃত্ব দেন মোল্লাহ ওমর।

আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তিনি তালিবানের জোট তৈরি করেন। এ কারণেই নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

মোল্লাহ ওমরকে ধরিয়ে দেয়ার জন্য এক কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।