বানরের কারণে ইন্টারনেটের গতিতে বাঁধা

bbc

ছবির উৎস, AP

ছবির ক্যাপশান, দাঁত দিয়ে ফাইবার অপটিক ক্যাবল কেটে ফেলছে বানর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে দেশ জুরে ইন্টারনেটের সংযোগ আরো বৃদ্ধি করা। কিন্তু সেই পরিকল্পনা বাধ সেধেছে বানর ।

প্রায় সাড়ে চার লক্ষ মাইল ব্রডব্যান্ড ক্যাবল বসিয়ে আড়াই লক্ষ গ্রামকে তিন বছরের মধ্যে ইন্টারনেটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের।

কিন্তু উত্তর প্রদেশের কর্তৃপক্ষ বলছেন তারা রীতিমত হিমশিম খাচ্ছেন বানরদের কে ফাইবার ক্যাবল দাঁত দিয়ে কাটা থেকে।

প্রদেশের একজন প্রকৌশলী এপি শ্রীভাসটাভা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন “আমরা এখান থেকে মন্দিরগুলো সরাতে পারছি না। এখানকার কোন কিছুই আমাদের পক্ষে সরানো সম্ভব নয়।

আর তাই এখানে থাকা বানরগুলোওকেও সরানো যাচ্ছে না। তারা সব তার কেটে ফেলছে এমনকি সেগুলো খেয়েও ফেলছে”।

ভারানাসি প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী এলাকা একই সাথে গঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এটি ধর্মীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত।

সেখানকার স্থানীয় মানুষ এবং পর্যটকরা এই বানরদের পবিত্র মনে করে এবং খেতে দেয়।

এমন যখন প্রেক্ষাপট তখন মি. শ্রীভাসটাভা বলছিলেন বানরের উপদ্রুপ থেকে বাঁচার জন্য পথ খুঁজছে তার প্রকৌশলী দল কিন্তু এই মুর্হূতে বিকল্প পথের খোঁজ প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে।