পাইপে আটকে পড়া শিশুকে তুলতে নাটকীয় অভিযান

শাহজাহানপুরে পাইপ থেকে চার বছরের শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে

ছবির উৎস, focus bangla

ছবির ক্যাপশান, শাহজাহানপুরে পাইপ থেকে চার বছরের শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে

বাংলাদেশে রাজধানী ঢাকার শাহজাহানপুরের রেলওয়ে মাঠসংলগ্ন পানির পাম্পের বেশ কয়েকশ ফুট গভীর একটি পাইপে এক শিশু পড়ে গেছে।

শুক্রবার বিকেলে জিয়াদ বা জিয়া নামে চার বছর বয়সী ঐ শিশুটি পাইপের ভেতর পড়ে যায়।

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে গত বেশ কয়েকঘন্টা ধরে।

শাহজাহানপুর থানার ওসি মেহেদী হাসান বিবিসি বাংলাকে জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারের জন্য কিছুক্ষণ আগে রশির সঙ্গে বস্তা বেঁধে নিচে ফেলা হয়েছে। তবে, ''যে গর্তে শিশুটি পড়েছে সেটি অপরিসর হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে।'' জানান মি: হাসান।

তিনি জানান, পাইপটি অপরিসর হওয়ায় শিশুটিকে উদ্ধারে প্রাপ্তবয়স্ক কাউকে পাইপ দিয়ে নিচে নামানো যাচ্ছে না।

তবে, এর মধ্যে পাইপে রশি বেঁধে শিশুটিকে খাবার ও পানীয় পাঠানো হয়েছে। এছাড়া, অন্ধকারে শিশুটি যাতে ভয় না পায়, সেজন্য দুটি টর্চলাইটও পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মিঃ হাসান।

মি. হাসান আরো জানান, ওপর থেকে ডাকা হলে ও জিনিসপত্র পাঠাবার পর শিশুটি কয়েকবার সাড়াও দিয়েছে।