পাকিস্তানে সাবেক এক পপশিল্পীর বিরুদ্ধে ব্লাসফেমি মামলা

ছবির উৎস, facebook
পাকিস্তানের পুলিশ সেদেশের সাবেক একজন পপ তারকার বিরুদ্ধে ইসলামের অবমাননার অভিযোগের তদন্ত শুরু করেছে।
জুনায়েদ জামশেদ নামের এই পপ শিল্পী একসময় ব্যাপক জনপ্রিয় হলেও পরে ইসলাম ধর্মের ক্যাম্পেইনার বা প্রচারকে পরিণত হন।
তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে যে নবী মোহাম্মদের একজন স্ত্রী সম্পর্কে তিনি মানহানিকর মন্তব্য করেছেন।
তার সেই বক্তব্য ক্যামেরয়া ধারণ করা আছে, যেখানে দেখা যাচ্ছে তিনি মোহাম্মদের সবচে ছোট স্ত্রী আয়েশা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন।
জুনায়েদ জামশেদ একটি সুন্নি মুসলিম সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তি।
তারপরই ভিডিওটি অনলাইনে ছড়িয়ে যায় এবং অপর একটি সুন্নি গ্রুপ তার বিরুদ্ধে ইসলামের অবমাননা বা ব্লাসফেমি মামলা দায়ের করে।
এর পরপরই মি. জামশেদ আরো একটি ভিডিও ছেড়েছেন যেখানে তিনি তার মন্তব্যের জন্যে ক্ষমা চেয়েছেন।
ব্লাসফেমি আইন পাকিস্তানে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়।
মানবাধিকার সংগঠনগুলো প্রায়শই অভিযোগ করে থাকে যে ব্যক্তিগত স্বার্থে সংখ্যালঘু ও দরিদ্রের বিরুদ্ধে এই আইনটি প্রয়োগ করা হয়।








