রায়ের প্রতিবাদে জামায়াতের হরতাল চলছে

bbc

ছবির উৎস, focus bangla

ছবির ক্যাপশান, হরতালে রাজধানী ঢাকা

জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সারাদেশে হরতাল চলছে।

ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে রাস্তায় লোকজনের উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে।

রাজশাহীতে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

রাজশাহীর সাংবাদিক আনোয়ার আলী হিমু জানিয়েছেন, হরতাল শুরুর পর শহরের কয়েকটি স্থানে জামায়াতে সমর্থকরা টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে।

সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। তবে বড় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। দুরপাল্লার কোন যান ছেড়ে যায়নি।

আর চট্টগ্রামের সংবাদিক রফিকুল বাহার সকালে শহরের প্রধান রাস্তাগুলো ঘুরে জানিয়েছেন, গাড়ির সংখ্যা খুব কম। মানুষের মধ্যে চাপা আতঙ্ক রয়েছে।

তবে যেকোন রকম পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।