তিন খুনের প্রধান অভিযুক্ত বন্দুকযুদ্ধে নিহত

rab

ছবির উৎস, AP

ছবির ক্যাপশান, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। (ফাইল ফটো)

বাংলাদেশে রাজধানীর মগবাজার এলাকায় তিন জনকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত শাহ আলম খন্দকার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলেছে, আজ ভোররাতে মগবাজারে ওয়্যারলেস রেলক্রসিংয়ের কাছে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

পুলিশের বক্তব্য হচ্ছে, সেখানে গোয়েন্দা পুলিশ অভিযান চালালে একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

তখন পুলিশ পাল্টা গুলি চালালে গোলাগুলিতে একজন যুবক আহত হয়।

তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে।

আটক দু’জনের দেওয়া তথ্য থেকে পুলিশ জানতে পারে যে, নিহত যুবক শাহ আলম খন্দকার এবং তিনি মগবাজারের তিন খুনের প্রধান অভিযুক্ত।

পুলিশ বলেছে, শাহ আলম খন্দকার অপরাধ জগতে কালা বাবু নামে পরিচিত।

গত ২৮ শে অগাষ্ট রাতে মগবাজারের নয়টোলা এলাকায় একইসাথে গুলি করে তিনজনকে হত্যার ঘটনা ঘটেছিল।

রেলের জমি নিয়ে বিরোধ থেকে এই তিন খুনের ঘটনা ঘটেছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছিল।