বাংলাদেশে বিতর্কিত নির্বাচন: ভোট গ্রহণ শুরু

বরগুনার একটি প্রাইমারি স্কুল
ছবির ক্যাপশান, বরগুনার একটি প্রাইমারি স্কুল

ভোটকেন্দ্রে আগুন, হামলা, হরতাল-বর্জন আর উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে নানা বিতর্কের জন্ম দেয়া দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল আটটায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এই নির্বাচনে দেশটির প্রধান বিরোধীদল বিএনপির নেতৃত্বাধীন জোট অংশ না নিয়ে নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে রেখেছে।

সারা দেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধের পাশাপাশি বিরোধীরা ৪৮ ঘণ্টার হরতালও পালন করছে সারা দেশে।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ভোট পূর্ববর্তী সহিংসতায় হতাহতের ঘটনাও ঘটেছে। ভোটকেন্দ্রে হামলা, আগুন, ভোট সরঞ্জাম লুট, অস্ত্র লুটের ঘটনার খবর আসছে বিভিন্ন জেলা থেকে।

নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন জোট তত্ববধায়ক সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠানের দাবীতে নানা কর্মসূচি পালন করেছে। চলেছে দেশি বিদেশী নানা তৎপরতা।

কিন্তু তারপরও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন আপস না হওয়ার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্কিত নির্বাচনের ভোট গ্রহণ।

তবে ভোট গ্রহণের আগেই দেশের লক্ষ্মীপুর, রাজশাহী, কুষ্টিয়া, ফরিদপুর, সিলেট, নীলফামারী, ফেনী ও গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত শতাধিক ভোট কেন্দ্রে আগুন দেয়া হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।

ভোটকেন্দ্রে হামলার ঘটনায় উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁয়ে নির্বাচনের কাজে নিয়োজিত একজন কর্মকর্তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে সেখানকার পুলিশ প্রশাসন।

ঠাকুরগাঁও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঠাকুরগাঁও সদরের সেপরিখুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার রাতে নির্বাচন বিরোধীরা হামলা চালালে সহকারি প্রিজাইডিং অফিসার জোবায়দুল হক নিহত হন।

হামলার শিকার হয়েছে শতাধিক স্কুল
ছবির ক্যাপশান, হামলার শিকার হয়েছে শতাধিক স্কুল

এ ঘটনায় পুলিশ ও আনসারের দুজন সদস্যও আহত হন বলে পুলিশ জানিয়েছে।

রাজধানী ঢাকার পল্লবী তেকে বিবিসির সংবাদদাতা সাইয়েদা আকতার জানাচ্ছেন, সকালে আটটার আগেই তিনি চারটি ভোট কেন্দ্র ঘুরেছেন কিন্তু অন্যান্য নির্বাচনের মতো তিনি কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখেননি।

এছাড়া, রংপুরের পীরগঞ্জে ভোট কেন্দ্রে আগুন ও পুলিশের অস্ত্র লুটের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বরিশাল, রাজশাহী, গাইবান্ধা সহ বিভিন্ন স্থান থেকে ভোটের সরঞ্জাম লুট, বোমা হামলার খবর আসছে।

এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশন বলছে ভোট গ্রহণ উপলক্ষ্যে ইতোমধ্যে নির্বাচনী সকল উপকরণ প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে এবং যেসব কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানে বিকল্প ব্যবস্থায় ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‍্যাব, আর্মড পুলিশ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

নির্বাচন কমিশন জানায় এই নির্বাচনে ১৪৭টি আসনে প্রায় ৪ কোটি ৩৯ লাখ ভোটার রয়েছেন এবং মোট ৩৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।