অধিকার সম্পাদক আদিলুর রহমান খান গ্রেপ্তার

- Author, মীর সাব্বির
- Role, বিবিসি বাংলা, ঢাকা
গত ৫ এবং ৬ই মে ঢাকার মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ এবং সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে ঘিরে অসত্য তথ্য প্রচারের অভিযোগে গোয়েন্দা পুলিশ মানবাধিকার সংগঠন, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাত সাড়ে দশটার দিকে তথ্য-প্রযুক্তি আইনে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বিবিসিকে জানিয়েছেন, গত মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মি. খানের স্ত্রী সায়রা রহমান খান বলেছেন, তাদের গুলশানের বাসার সামনে থেকে সাদা পোশাকের একদল গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
এর আগে ৫ই মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিল অধিকার। পুলিশ বলছে, সেই প্রতিবেদনটিতে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছিল।
মিসেস খান বললেন, ঐ প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত জানাতে তথ্য মন্ত্রণালয় থেকে তাদেরকে বলা হয়েছিল, কিন্তু বিষয়টি তদন্তে কোন স্বাধীন তদন্ত কমিশন না থাকায় তারা সেটি দিতে অস্বীকৃতি জানান।
মি. খানকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কোন কারণ পুলিশ তাদেরকে জানায়নি বলে জানান মিসেস রহমান।
মি. খানের গ্রেপ্তারের পর এঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।








