বাংলাদেশী চ্যানেলে আপত্তি নেই ভারতের

বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর অভিযোগ যে তারা পশ্চিমবঙ্গে সম্প্রচার করতে পারছে না

ছবির উৎস, unk

ছবির ক্যাপশান, বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর অভিযোগ যে তারা পশ্চিমবঙ্গে সম্প্রচার করতে পারছে না
    • Author, অমিতাভ ভট্টশালী
    • Role, বিবিসি বাংলা, কলকাতা

বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে যে ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশে দেখা গেলেও পশ্চিমবঙ্গে বাংলাদেশী চ্যানেলগুলি দেখানো হয় না৻

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও তাঁর সাম্প্রতিক ঢাকা সফরে এই বিষয়টির উল্লেখ করেছিলেন৻

ভারতের তথ্য-সম্প্রচার মন্ত্রণালয় বলছে, কিছু নিয়ম মেনে চললেই যে কোনও বিদেশী চ্যানেলের মতোই বাংলাদেশী চ্যানেলগুলিও ভারতে সম্প্রচার শুরু করতে পারে৻

বাংলাদেশের টি ভি চ্যানেলগুলি অনেকদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে যে পশ্চিমবঙ্গে তারা সম্প্রচার করতে পারছে না৻ অন্যদিকে বাংলাদেশে বিভিন্ন ভারতীয় চ্যানেল – বিশেষ করে বাংলা চ্যানেলগুলি অত্যন্ত জনপ্রিয়৻ বাংলাদেশের চ্যানেলগুলির দাবী যে তাদেরও পশ্চিমবঙ্গে সম্প্রচার করতে দেওয়া হোক৻

ভারতের তথ্য-সম্প্রচার দপ্তরের প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জাটুয়া বিবিসিকে বলেছেন, দেশের নিয়ম অনুযায়ী তাঁর দপ্তরের কাছে আবেদন করলে যে কোনও বিদেশী চ্যানেলের মতোই বাংলাদেশী চ্যানেলগুলিও এখানে সম্প্রচার করতে পারে৻

“আইন অনুযায়ী যে কোনও বিদেশী চ্যানেল ভারতে সরাসরি সম্প্রচার করা যায় না৻ তার জন্য ভারতে নিবন্ধীকৃত কোনও শাখা তৈরী করতে হয়৻ কোনও মাল্টি সার্ভিস অপারেটর বা এম এস ও-র মাধ্যমে যদি কোনও বিদেশী চ্যানেল ভারতে সম্প্রচার করতে চায়, তাহলেও সেই এম এস ও-টিও আইন অনুযায়ী নিবন্ধীকৃত কী না, তা খতিয়ে দেখা হয়৻ আবেদন পেলে আমরা কিছু খোঁজখবর নেই, তারপর অনুমোদন দিই৻ বাংলাদেশী চ্যানেলগুলোও সেইভাবে আবেদন করলে ভারতে সম্প্রচার করতে পারবে – এতে তো কোনও বাধা নেই,” বলছিলেন চৌধুরী মোহন জাটুয়া৻

যে মাল্টি সার্ভিস অপারেটর বা এম এস ও-রা স্যাটেলাইট চ্যানেলগুলি কেবলের মাধ্যমে স্থানীয়ভাবে প্রদর্শন করে তারা বলছে যে, বাংলাদেশী চ্যানেলগুলি ভারতের তথ্য-সম্প্রচার মন্ত্রকের অনুমোদনপ্রাপ্ত বিদেশী চ্যানেলের তালিকায় নেই, সেজন্যই বাংলাদেশের কোনও চ্যানেল তারা সম্প্রচার করে না৻

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল দেখা গেলেও ভারতে বাংলাদেশের কোন চ্যানেল দেখা যায় না

ছবির উৎস, Film Website

ছবির ক্যাপশান, বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল দেখা গেলেও ভারতে বাংলাদেশের কোন চ্যানেল দেখা যায় না

ভারতের বৃহত্তম এম এস ও-গুলির একটা সিটি কেবল-এর অন্যতম শীর্ষ কর্মকর্তা অনুরাগ চিরিমার কথায়, “একটা দায়িত্বশীল এম এস ও হিসাবে তাঁরা শুধু সেই সব চ্যানেলই কেবল-এর মাধ্যমে বিতরণ করে থাকেন, যেগুলি ভারতের তথ্য-সম্প্রচার মন্ত্রকের অনুমোদনপ্রাপ্ত৻ কোনও বাংলাদেশী চ্যানেলের সেই অনুমোদন নেই – সেজন্যই তাঁরা বাংলাদেশী চ্যানেলগুলি দেখাতে পারেন না৻”

বাংলাদেশের বিভিন্ন চ্যানেলের পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা বলছেন, তাঁরা এখানকার মাল্টি সার্ভিস অপারেটর বা এম এস ও-গুলির সঙ্গে অনেকবার যোগাযোগ করেছেন এই ‌আবেদন নিয়ে যে পশ্চিমবঙ্গের কেবল টিভিতে বাংলাদেশী চ্যানেলগুলি দেখানে হোক৻

বাংলাদেশী চ্যানেল সময় টি ভি-র পশ্চিমবঙ্গের ব্যুরো চীফ সুব্রত আচার্য বিবিসিকে বলেন যে, প্রধান সমস্যাটা এম এস ও-গুলি চ্যানেল সম্প্রচারের জন্য যে অর্থ নিয়ে থাকে, সেই ক্যারেজ ফি নিয়ে৻

সিটি কেবলের কর্মকর্তা অনুরাগ চিরিমার অবশ্য বলছিলেন যে, প্রয়োজনীয় অনুমোদন পেলে তবেই ক্যারেজ ফি বা অন্যান্য বাণিজ্যিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা চালানো যেতে পারে৻