ঢাকায় মেসি উন্মাদনা

আর্জেন্টিনার রঙে রঙিন ভক্ত

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, আর্জেন্টিনার রঙে রঙিন ভক্ত
    • Author, শাহনাজ পারভীন
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

অবশেষে বাংলাদেশের ফুটবল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো৻

ঢাকার মাটিতে পা রেখেছে দু‘বার বিশ্বকাপ বিজয়ী ফুটবল দল আর্জেন্টিনা আর তার তারকা বিশ্বসেরা ফুটবলার লিয়োনেল মেসি।

মঙ্গলবার সন্ধ্যায় সুযোগ মিলবে ঢাকার মাটিতে আর্জেন্টিনা আর মেসির ফুটবলের যাদু দেখার।

প্রতিপক্ষ দল হলো বেশ কয়েকবারের আফ্রিকান কাপ চ্যাম্পিয়ন ‘সুপার ঈগলস‘ নামে পরিচিত নাইজেরিয়া।

বাংলাদেশের ফুটবল দর্শকরা অবশ্য আর্জেন্টিনা নিয়ে মেতে আছেন বেশি।

ঢাকায় অনুশীলনরত মেসি

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, ঢাকায় অনুশীলনরত মেসি

সেই দর্শকদের একজন ঢাকার এক বাসিন্দা অলি আহমেদ বলছিলেন, “ছোটবেলা থেকেই আমি ফুটবলের ভক্ত আর আর্জেন্টিনা আমার প্রিয় দল । কালকের খেলা দেখার জন্য আমি আর্জেন্টিনার জার্সি আর ফ্ল্যাগ কিনেছি৻”

সোমবার সকাল ১০:৩০ মিনিটে ঢাকায় পৌঁছায় আর্জেন্টাইন দল। পৌঁছেই সোজা হোটেলে। সেখানে সকাল থেকে বসেছিলেন ঢাকার লালমাটিয়ার মীম। জানালেন, একটিবার শুধু মেসিকে দেখবেন বলেই তার আসা।

এই উত্তেজনা ছাপিয়ে অনেকের মাঝেই খানিকটা বিষাদ৻ কারণ খেলার টিকেট মেলেনি আর তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে ছোটখাট প্রতিবাদ সমাবেশও হয়ে গেল এক দফা ।

অবশ্য অনেক দর্শক টিকেট পাওয়ার চেষ্টাই করেননি। তাদের কাছে মূল সমস্যা টিকেটের দাম।

মঙ্গলবারের প্রীতি ম্যাচে টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারিত হয়েছে ৭৫০০ টাকা। এই টাকায় খেলা দেখার সামর্থ্য নেই বলে জানালেন মিরপুরের বাসিন্দা মো: আনোয়ার হোসেন। তিনি বললেন, টিকেটের দাম ৩৫০০ হলেও তিনি মাঠে যেতেন৻

টিকেটের দামের কথা ভেবে যারা মাঠে যাচ্ছেন না তাদের একমাত্র ভরসা টেলিভিশন।

বাংলাদেশে আর্জেন্টিনা-নাইজেরিয়ার খেলা দেখানোর একচ্ছত্র স্বত্ব পেয়েছে বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেনডেন্ট টেলিভিশন।

দলকে উৎসাহ দিচ্ছেন এক ভক্ত

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, দলকে উৎসাহ দিচ্ছেন এক ভক্ত

দর্শকদের অনেকেই অবশ্য শুধুমাত্র একটি চ্যানেলে খেলা দেখানোর বিষয়ে সন্তষ্ট নন৻

এনিয়ে মো: আনোয়ার হোসেন বলেন, অনেক এলাকাতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ভালমতো দেখা যায় না। বিটিভি অথবা ইএসপিন হলে খেলা দেখতে সুবিধা হতো ।

বাংলাদেশের ফুটবল ভক্তরা মুলত দুই শিবিরে বিভক্ত।

আর্জেন্টিনা বনাম ব্রাজিল নিয়েই তাদের মাতামাতি বেশি৻ আর তার প্রকাশ মেলে চার বছর পর পর বিশ্বকাপ ফুটবলের সময়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, এই প্রীতি ম্যাচ হবে বাংলাদেশে ফুটবলের হারানো দিন ফিরিয়ে আনার চেষ্টা।

গত জুন মাসে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।

সেই নাইজেরিয়ার বিপক্ষেই মাত্র দু‘মাসের ব্যবধানে আবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।

দলের সদ্য নিযুক্ত কোচ আলেহান্দ্রো সাবেলা অবশ্য বলেছেন, প্রতিশোধের জন্য নয়, শুধু জয় পাওয়ার জন্যই খেলবে আর্জেন্টিনা।

আর তারই আগে বাংলাদেশের দর্শকদের এখনকার প্রতীক্ষা -- মেসির পায়ের যাদু আর প্রাণবন্ত এক ম্যাচ৻