ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা

    • Author, শাহনাজ পারভীন
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্যে সরকার আগামী সপ্তাহে ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করছে৻

আগামী ২৫শে জুলাই তার পুত্রবধূ সোনিয়া গান্ধীর হাতে এই ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা‘ তুলে দেওয়া হবে৻

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়৻

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান জানান, কোন বিদেশি নাগরিকের জন্যে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা৻

মি. রহমান বিবিসিকে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণের জন্যে তার অবদান, শরণার্থীদের আশ্রয় দেওয়া ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্যে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এই সম্মাননা দেওয়া হচ্ছে৻‘

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী অটিজম বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ২৫শে জুলাই ঢাকায় আসছেন৻

তখন বঙ্গভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে৻

রাষ্ট্রপতি জিল্লুর রহমান এই পুরষ্কার তুলে দেবেন৻

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্যে সরকার সম্প্রতি বেশ কয়েকজন বিদেশি নাগরিককে সম্মান জানানোর সিদ্ধান্ত নেয়৻

মোট তিনটি ক্যাটাগরিতে এই সম্মাননা জানানো হবে৻ তার মধ্যে ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা‘ সর্বোচ্চ সম্মান৻ এছাড়াও রয়েছে ‘ বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা‘ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা‘৻

২৫শে জুলাই সোনিয়া গান্ধীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে

ছবির উৎস, BBC World Service

ছবির ক্যাপশান, ২৫শে জুলাই সোনিয়া গান্ধীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে

ঢাকায় সংবাদদাতারা বলছেন, গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে বিদেশি নাগরিকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার কথা ছিলো কিন্তু নামের তালিকা চুড়ান্ত করতে না পারায় তা পিছিয়ে গেছে৻

‌তালিকা চুড়ান্ত করার জন্যে পররাষ্ট্রমন্ত্রীকে আহবায়ক করে একটি কমিটি কাজ করছে৻

সরকারি কর্মকর্তারা বলছেন, এই সম্মাননার জন্যে প্রায় ৫০০ জনের নাম বিবেচনা করা হচ্ছে৻ কিন্তু কতোজনকে এই সম্মাননা দেওয়া হবে তা এখনও চুড়ান্ত হয়নি৻

আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে এসব সম্মাননা প্রদান করা হবে৻