প্লাস্টিক কেন ক্ষতিকারক

প্লাস্টিকের ব্যবহার কেন পরিবেশের জন্যে ক্ষতিকারক তা নিয়ে সচেতনতা বৃদ্ধির নানান উদ্যোগ নেয়া হয়েছে সাম্প্রতিক সময়ে৻
এবার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রয়াস হচ্ছে প্রতিদিন ঘরের কাজে প্লাস্টিকের যেসব জিনিস ব্যবহার করা হয় তার প্রভাব কতটা ক্ষতিকারক হতে পারে সে বিষয়ে মানুষকে ওয়াকিবহাল করে তোলা৻
সেই লক্ষ্যে আজ এক অনুষ্ঠানে একটি প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের তরফ থেকে৻
এই প্রবন্ধের রচয়িতা এবং জাতিসংঘের শিল্প বিষয়ক সংস্থা ইউনিডোর ভোক্তা অধিকার সংক্রান্ত বিশেষজ্ঞ জাহেদুর রহমান বলছেন প্লাস্টিকের জিনিসে অনেক সময়ে যে ধরনের রাসায়নিক দ্রব্য সংযোজন করা হয়, যাকে অ্যাডিটিভ বলা হয়, সেগুলোর প্রভাব মানবদেহের ওপর বেশ গুরুতর আকার ধারণ করতে পারে৻
তাই মি. রহমানের পরামর্শ হল বাঁচতে গেলে সরে আসতে হবে প্লাস্টিক থেকে৻
তিনি বলছেন প্লাস্টিকের জিনিস তৈরী করতে কী ধরনের পলিথিন বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে তার ওপরে নির্ভর করে সেই উপকরণ কতটা ক্ষতিকারক৻
মি. জাহেদুর রহমানের মতে প্লাস্টিকের ক্যান, বোতল ও দ্রব্যাদির পেছনে লেখা থাকা উচিত কী ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে এবং সেটা জানার অধিকারও আছে ভোক্তাদের৻
কিন্তু বাংলাদেশে তেমনটা সচসরাচর হয়না বলেই তাঁর আক্ষেপ৻








