সুমেরুতে জমি দখলের দৌড়

সুমেরুর জমির দাবিদার অনেক
ছবির ক্যাপশান, সুমেরুর জমির দাবিদার অনেক

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সুমেরু অঞ্চল নিয়ে মস্কো যখন একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে, তখনই ওই এলাকায় রাশিয়ার শীর্ষ সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, জাতীয় স্বার্থকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন এবং উত্তর মেরু অঞ্চলে রাশিয়া তাদের নিয়ন্ত্রণের সীমা সম্প্রসারিত করবে৻

সম্মেলনে রুশ এক মন্ত্রীও বলেছেন, উত্তর মেরু পর্যন্ত বিস্তৃত দশ লক্ষ বর্গকিলোমিটার এলাকার ওপর তাদের দাবি প্রতিষ্ঠার জন্য মস্কো প্রমাণও পেশ করবে৻

উত্তর মেরুর কাছাকাছি চার্চিল বন্দরে যারা থাকেন, তারা আশা করছেন জলবায়ু পরিবর্তনের ফলে তারা এবার সুদিনের মুখ দেখবেন৻ এখান থেকে উত্তর দিকে সুমেরু মহাসাগরের পুরোটাই শুধু বরফ আর বরফ৻

কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এই বরফ গলে যাওয়ার পর যে নতুন নৌপথ তৈরী হবে সেখানে দিয়ে চলাচল করবে অনেক জাহাজ৻ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে তৈরী হবে নতুন সংযোগ পথ৻

আর চার্চিল বন্দরের বাসিন্দাদের মতোই ক্যানাডার সরকারও এই নতুন সম্ভাবনাকে খুবই গুরুত্বের সাথে দেখছে৻

তবে শুধু ক্যানাডা নয়, সুমেরু অঞ্চলে তেল ও গ্যাসের যে বিশাল ভান্ডার রয়েছে, উত্তর মেরুর আশেপাশে সবগুলো দেশই তাতে ভাগ বসানোর জন্য তৈরী হচ্ছে৻

আর সেই লক্ষ্য নিয়ে রাশিয়া, ক্যানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে এবং গ্রীনল্যান্ডের প্রতিনিধিরা মস্কোতে এই বৈঠক শুরু করেছে৻

সেখান থেকে বিবিসি সংবাদদাতা রিচার্ড গ্যালপিন জানাচ্ছেন, সুমেরু অঞ্চলের জ্বালানি সম্ভারের ব্যবহারে রুশ সরকার আন্তর্জাতিক সমঝোতার কথা বললেও, একই সঙ্গে তারা চাইছে রাশিয়ার দখলে থাকা ভূমির পরিমাণ বাড়াতে৻ উত্তর মেরু পর্যন্ত এই ভূমির আয়তন হবে ১০ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশি৻

এই বৈঠকের শুরুতে রুশ জরুরী বিষয়ক মন্ত্রী সার্গেই শয়গু বলেন সুমেরু অঞ্চল সম্পর্কে গবেষক এবং বিজ্ঞানীরা এই বৈঠকে ভাবের আদান প্রদান করবেন৻ তিনি বলেন, বৈঠকে প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন৻ এর পাশাপাশি, তারা সুমেরু অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র তৈরীর প্রচেষ্টা চালাবেন৻

কিন্তু সহযোগিতার কথা বলা হলেও এই দেশগুলো সুমেরু অঞ্চলের ওপর তাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টাও অব্যাহত রেখেছে৻ ক্যানাডা ইতমধ্যেই সেখানে সামরিক মহড়া সম্পন্ন করেছে৻ একইভাবে সুমেরু অঞ্চলের ভূমির ওপর অধিকার দাবী করছে ডেনমার্কও৻

বৈঠকে উপস্থিত রুশ বিশেষজ্ঞ লেভ ভরনকফ বলছেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়৻ তিনি বলেন, উত্তর মেরুর সমস্যাগুলো এত বিশাল যে কোন একটি দেশ সেগুলোর সমাধান করতে পারবে না৻ সুতরাং সহযোগিতা না করে কোন উপায় নেই৻

সামরিক পথে এর সমাধান খোঁজা হলে তাতে হিতে বিপরীত হবে৻ শীতল যুদ্ধের অভিজ্ঞতাই তার প্রমাণ বলে তিনি মন্তব্য করেন৻