পাকিস্তানে বন্যা:মৃত প্রায় ১১০০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা এখন এক হাজার ছাড়িয়ে গেছে৻
বন্যা দুর্গতদের জন্য পাকিস্তান সরকার জরুরী সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে আবেদন জানিয়েছিল তাতে সাড়া দিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ এবং সংস্থা৻ জাতিসংঘ জানিয়েছে তারা এক কোটি ডলার সাহায্য দেবে৻
যুক্তরাষ্ট্রও সমপরিমাণ সাহায্য পাঠানোর অঙ্গীকার করেছে৻ কিন্তু ত্রাণ কর্মীরা জানাচ্ছেন বন্যায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো যেভাবে ভেঙ্গে পড়েছে তাতে সেখানে ত্রাণ পৌছানো এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৻
ঐ এলাকায় কয়েক দিন ধরে বৃষ্টি হবার পর বন্যা দেখা দেয়৻ বৃষ্টি আপাতত: থামলেও কর্মকর্তারা বলছেন আবার বৃষ্টি হতে পারে৻
দুর্গত সোয়াতে বিশাল এলাকা এখনও পানির নীচে৻ স্থানীয় কর্মকর্তারা বলছেন ১৫ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে আর এদের অনেকেই পানিবন্দী৻
পর্যটক আটকা পড়ে আছে
সোয়াত পর্যটন এলাকা৻ এক কর্মকর্তা জানিয়েছেন স্থানীয় ৪০ হাজার লোক এবং দুই থেকে তিন হাজার পর্যটক ঐ এলাকায় এখনও আটকা পড়ে আছে৻
বন্যাকবলিত এলাকা দুর্গম আর বন্যায় অনেক রাস্তা এবং সেতু ভেসে গেছে৻ ফলে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে৻ পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে ৩০ হাজার সৈন্য এবং কয়েক ডজন হেলিকপ্টার দিয়ে ত্রাণ প্রচেষ্টা চালানো হচ্ছে৻
সেনাবাহিনী বলেছে এ পর্যন্ত ২৮ হাজার লোককে উদ্ধার করা হয়েছে তবে হেলিকপ্টারের সাহায্যে লোকজনকে উদ্ধার করতে সময় লাগে৻
ইসলামাবাদ থেকে বিবিসির সংবাদদাতা আলীম মকবুল জানাচ্ছেন বন্যাদুর্গত লোকজনের অনেকেই তাদের সবাকছু হারিয়েছে৻ স্থানীয় কর্মকর্তারা বলছেন অনেক গ্রাম ভেসে গেছে৻
বন্যাকবলিত এলাকায় খাদ্যদ্রব্য এবং বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে৻ ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড ভিশন বলেছে অনেক শিশু এর মধ্যেই ডায়রিয়া এবং কলেরায় আক্রান্ত হয়েছে৻
অন্য একটি ত্রাণ সংস্থা বলেছে সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো কিছু উদ্ধার কাজ চালালেও আরও হেলিকপ্টার দরকার৻
যুক্তরাষ্ট্র বলেছে আর্থিক সাহায্য দেয়া ছাড়াও তারা হেলিকপ্টার এবং জলযান পাঠাবে৻ চীনও সাহায্য দেবার কথা ঘোষণা করেছে৻








