রাসায়নিক দ্রব্য অগ্নিকাণ্ডের কারণ

old dhaka fire
ছবির ক্যাপশান, পুরনো ঢাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মারা গেছে ১শ ২০ জনেরও বেশি মানুষ
    • Author, ওয়ালিউর রহমান মিরাজ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

বাংলাদেশের রাজধানী ঢাকার পুরানো অংশের নিমতলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্যে গুদামে রাখা রাসায়নিক দ্রব্যকে দায়ী করেছে সরকারী তদন্ত কমিটি৻

কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী আজ তাঁদের প্রতিবেদন মন্ত্রী সাহারা খাতুনের কাছে পেশ করেন৻

এদিকে, ঐ গুদামে অনুমোদনহীন রাসায়নিক দ্রব্য রাখার অভিযোগে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে৻

নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সবমিলিয়ে ১শ ২১ জনের মৃত্যু হয়েছে৻ ঘটনার পরপরই তদন্তের জন্যে কমিটি গঠন করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীর নেতৃত্বে৻

সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর মি. চৌধুরী বিবিসিকে বলেন, স্থানীয় একটি বাড়িতে রান্নার তাপে পাশের রাসায়নিক পদার্থের গুদামের আগুন লেগে যায় যেখানে ডিএনপিটি নামের অত্যন্ত দাহ্য এক রাসায়নিক পদার্থ ছিলো৻

‘রান্নার আগুনের তাপে বিস্ফোরণ ঘটে এবং তখনই আগুনের সূত্রপাত এবং রাসায়নিক পদার্থের কারণেই আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়,‘ বলেন মি. চৌধুরী৻

তিনি জানান, পাইপের গ্যাস দিয়ে আগুন অন্যান্য জায়গাতেও দ্রুত ছড়িয়ে পড়েছে৻

প্রতিবেদনে বলা হয়, নিয়মকানুন না মেনেই আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের এই গুদাম তৈরি করা হয়েছে৻ তবে গুদামের মালিক পলাতক থাকায় এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি৻

old dhaka fire victims relatives
ছবির ক্যাপশান, স্বজনহারাদের আহাজারি

তদন্ত কমিটির রিপোর্টে দেখা যায় বেশিরভাগ মানুষই ঘরের ভেতরে মারা গেছে৻ ধারণা করা হচ্ছে যে অনেকেই হয়তো শ্বাসকষ্টে মারা যাওয়ার পর আগুনে পুড়ে গেছেন৻

এ ধরনের ঘটনা প্রতিরোধে তদন্ত কমিটি সতেরোটি সুপারিশ করেছে৻ তার মধ্যে রয়েছে ভবন নির্মান নীতিমালা মেনে চলা এবং আবাসিক এলাকায় যাতে রাসায়নিক পদার্থের গুদাম না থাকে সেটা নিশ্চিত করা৻

এছাড়া, বিদ্যুতের ঝুলন্ত তার ও ট্রান্সফরমার নিরাপদ করার জন্যেও সুপারিশ করা হয়েছে বলে কমিটির প্রধান ইকবাল খান চৌধুরী জানান৻

এদিকে, গুদামে অনুমোদনহীন রাসায়নিক দ্রব্য রাখার অভিযোগে দমকল বাহিনীর পক্ষ থেকে পুরানো ঢাকার ব্যবসায়ী অহিদউল্লাহ মজুমদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে৻

তাঁকে আগামী ৪ঠা জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত৻