জাপানে যৌন বিকারগ্রস্তদের ধরতে বিবিসির অনুসন্ধান

যেসব ওয়েবসাইটে যৌন হয়রানির হাজার হাজার ভিডিও আছে, এমন বেশ কয়েকটি ওয়েবসাইট নিয়ে বিবিসি আই অনুসন্ধান চালিয়েছে।

যেখানে দেখা যায় ট্রেন, বাস বা পাবলিক প্লেসগুলোতে অনেক নারীকে যৌন হয়রানি করছে পুরুষেরা। পূর্ব এশিয়া জুড়ে এই ঘটনাগুলো ঘটছে।

এই ওয়েবসাইটগুলো ‘আঙ্কেল কি’ নামের এক ছায়া চরিত্রের দ্বারা পরিচালিত হয়।

যৌন বিকারগ্রস্তদের যে অনলাইন কমিউনিটি আছে তাদের গুরু হলো এই ‘আঙ্কেল কি’।

কিন্তু কে এই ‘আঙ্কেল কি’?

এই প্রশ্নের উত্তর জানতে বিবিসি এক অন্ধকার জগতে অনুসন্ধান চালিয়েছে। যারা এই অপরাধ ঘটাচ্ছে তাদের পরিচয় সামনে আনতে আন্ডারকভারেও যান বিবিসির সাংবাদিকরা।