আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশের বাজেটে কালক্রমে যত পরিবর্তন হয়েছে
বাংলাদেশের স্বাধীনতার পর ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমদ। ৫৩ বছর পরে সে বাজেটের আকার দাঁড়িয়েছে প্রায় আট লক্ষ কোটি টাকা।
গত পাঁচ দশকের বাজেট প্রণয়নের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন এসেছে। স্বাধীনতার পরপর রাষ্ট্রায়ত্ব খাতের উপরে জোর দেয়া হলেও সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এসেছে বাংলাদেশ।
আশির দশকের শেষ কিংবা নব্বই দশকের গোড়ার দিকে মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে বাংলাদেশ, যার মূল চালিকা শক্তি হচ্ছে বেসরকারি খাত। অর্থনীতিবিদদের মতে, বাজেটে টাকার পরিমাণ বাড়লেও অর্থনীতির অনুপাত হিসেবে বাজেট বাড়েনি। তাদের মতে, সময়ের পরিবর্তনে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে 'গুণগত' যে পরিবর্তন হওয়া উচিত ছিল তা হয়নি।
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের বাজেটে কী কী ধরণের পরিবর্তন এসেছে তা জানতে দেখুন ভিডিওটি।