আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সিরিয়ার গৃহযুদ্ধে জিতে গেলেন বাশার আল আসাদ?
সিরিয়া শুক্রবার আবার আরব লীগে যোগদান করছে। ২০১১ সালে নৃশংস গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটিকে এই আঞ্চলিক ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছিল৷
তখন থেকে প্রেসিডেন্ট আসাদ ঐ অঞ্চলে একঘরে হয়ে ছিলেন।
নৃশংসভাবে বিরোধীদের দমনের জন্য তিনি কোন আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিতে পারতেন না।
তাহলে আন্তর্জাতিক অঙ্গনে তার এই ফিরে আসা সিরিয়া, এর জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য কী অর্থ বহন করছে?