আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কোটি টাকার 'যাকাতের কাপড়' বিক্রি হয় ঢাকার যে বাজারে
ঢাকার বিভিন্ন মার্কেটে রোযার সময় অপেক্ষাকৃত কম দামে শাড়ি ও লুঙ্গি পাওয়া যায়, যেগুলো যাকাত হিসেবে দান করা হয়ে থাকে।
ঢাকার কাছের বেশ কিছু কাপড়ের মিলে তুলনামূলক কম দামের এসব শাড়ি ও লুঙ্গি তৈরি হয়। গুলিস্তান, পুরনো ঢাকার কাপড়ের বাজারগুলোয় সারা বছর এসব কাপড় পাওয়া গেলেও রোজার সময় এই ধরণের কাপড়ের বিক্রি বহুগুণ বেড়ে যায়।
বিক্রেতারা বলছেন, শুধু রোজার মাসেই যাকাতের কাপড় হিসেবে পরিচিত এসব কাপড় কোটি টাকার বেশি বিক্রি হয়।