আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বিজ্ঞানীরা কেন মানুষের মাংসপেশি মহাকাশে পাঠাচ্ছেন?
বিজ্ঞানীরা এখন মানবদেহ নিয়ে গবেষণার ক্ষেত্র বিস্তৃত করছেন মহাকাশে। যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী মানুষের শরীরের মাংসপেশি মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
এই মাংসপেশি তৈরি করা হচ্ছে গবেষণাগারে।
মানবদেহের বয়স বাড়ার প্রক্রিয়া আরও ভালভাবে বোঝার জন্য তাদের এই গবেষণা।
মাংসপেশির এই নমুনা পাঠানো হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে।
বিবিসির ইয়ান হাসলাম এই বিজ্ঞানী দলের সাথে কথা বলতে গিয়েছিলেন লিভারপুল ইউনিভার্সিটিতে।