ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপির বিকল্প কি আসছে?

অন্ত্র, স্তন ও ফুসফুসের হাজার হাজার ক্যান্সার রোগীর চিকিৎসায় নতুন এক রক্ত পরীক্ষা পদ্ধতি যুগান্তকারী বদল ঘটাতে যাচ্ছে বলে গবেষকরা বলছেন।

এই রক্ত পরীক্ষা দিয়ে সনাক্ত করা যাবে অস্ত্রোপচার করে ক্যান্সারের টিউমার সফলভাবে সরিয়ে ফেলা গেছে কিনা। সেটা জানা গেলে রোগীকে অস্ত্রোপচারের পর যন্ত্রণাদায়ক কেমোথেরাপি আর নিতে হবে না।

অস্ট্রেলিয়ায় এই পরীক্ষায় প্রতিশ্রুত ফল পাওয়া গেছে।

এখন সারা যুক্তরাজ্য জুড়ে এই পদ্ধতির ট্রায়াল চলছে - যাতে নেতৃত্ব দিচ্ছে লন্ডনের নামকরা ক্যান্সার হাসপাতাল রয়াল মার্সডেন হসপিটাল।

এ নিয়ে বিবিসির ফার্গাস ওয়ালশ-এর রিপোর্ট।

আরও পড়তে পারেন: