আমি ১৮ বছর বয়স পর্যন্ত পড়তে শিখিনি, এখন আমি কেমব্রিজের অধ্যাপক

যুক্তরাজ্যের নামকরা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কনিষ্ঠতম কৃষ্ণাঙ্গ অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেছেন এমন এক ব্যক্তি, যিনি ১৮ বছর হওয়ার আগে লিখতে-পড়তেই জানতেন না।

জেসন আর্ডের অটিজম ধরা পড়েছিল তিন বছর বয়সে। এ কারণে ১১ বছরের আগে তিনি কথা বলাই শুরু করেননি। ৩৭ বছর বয়সী জেসন আর্ডে এখন কেমব্রিজের সোশিওলজি অব এডুকেশনের অধ্যাপক।

বিবিসিকে তিনি বলেছেন তাঁর জীবনের গল্প।