আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
মাংস: ক্রেতার 'গলা কেটে' যে কারণে দাম নিতে চান ব্যবসায়ীরা
বাংলাদেশে গত কয়েক মাসে মাংসের দাম বাড়ার পর মাংসের বিক্রি কমেছে বলে বলছেন বিক্রেতারা।
গরুর খামারিরাও বলছেন যে মাংসের চাহিদা আগের চেয়ে অপেক্ষাকৃত কমেছে।
বিবিসি বাংলা ওয়েবসাইটে প্রতিদিন থাকছে সংবাদপত্র পর্যালোচনা। ১৫ইমে'র সংবাদপত্র পর্যালোচনা দেখুন এখানে-
প্রতিদিন সকালে সংবাদপত্র পর্যালোচনা দেখতে আপনার মোবাইল ব্রাউজারে বুকমার্ক করে রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইট-
গরুর খাবারের দাম বৃদ্ধি, বিদেশ থেকে অবৈধভাবে মাংস আমদানি, মাংস বিক্রির সাথে সম্পর্কিত কর্তৃপক্ষের নজরদারির অভাবসহ বিভিন্ন কারণে মাংসের দাম বাড়ছে বলে বলছেন মাংস ব্যবসায়ীরা।
মাংস ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই পরিস্থিতি চলতে থাকলে রোজার আগে মাংসের দাম আরো বাড়তে পারে।
আরো দেখতে পারেন: