বাংলাদেশে কয়েক মাস ধরে কাশিতে ভুগছেন বহু মানুষ, করণীয় কী?
বাংলাদেশের চিকিৎসকরা বলছেন, লম্বা সময় শুকনো কাশির সমস্যায় ভুগছেন, এমন অনেক রোগী আসছেন তাদের কাছে।
কয়েক মাস ধরে শুকনো কাশির পাশাপাশি জ্বর, গলায় ব্যাথা, গলার স্বর পরিবর্তন সহ বেশ কিছু উপসর্গ রয়েছে এই রোগীদের অধিকাংশের মধ্যে।
বিশেষজ্ঞরা মনে করছেন এই দীর্ঘমেয়াদি কাশির কারণ দূষণ, নতুন কোনো ভাইরাস বা পূর্ববর্তী ভাইরাসের প্রভাব হয়ে থাকতে পারে।
আসলে কী কারণে মানুষ আক্রান্ত হচ্ছেন এমন দীর্ঘমেয়াদি কাশিতে? এই কাশি কি পরবর্তীতে আরো বড় কোনো রোগের ঝুঁকি তৈরি করতে পারে? কী ধরণের সতর্কতা অবলম্বন করা উচিৎ? জানার চেষ্টা করেছেন নাগিব বাহার।
আরো দেখতে পারেন: