মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার কোন যুক্তিতে?
বাংলাদেশে প্রস্তাবিত 'মোটরসাইকেল চলাচল বিধিমালা' খসড়ার কয়েকটি বিধি নিয়ে আলোচনা হচ্ছে চালক ও যাত্রীদের মধ্যে।
শহরের মধ্যে সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার, ১২ বছরের কমবয়সী শিশুকে মোটরসাইকেলে বসানো যাবে না, হাইওয়েতে মোটরসাইকেলের পেছনে যাত্রী বহন করা যাবে না – এরকম বেশ কিছু ধারা সংযুক্ত করা হয়েছে।
কিন্তু প্রস্তাবিত বিধিমালায় এই শর্তগুলো আরোপের পেছনে কী যুক্তি দিচ্ছেন আইন প্রস্তাবনা কমিটির সদস্যরা? জানার চেষ্টা করেছেন নাগিব বাহার।