মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার কোন যুক্তিতে?

ভিডিওর ক্যাপশান, এই শর্তগুলো আরোপের পেছনে কী যুক্তি দিচ্ছেন আইন প্রস্তাবনা কমিটির সদস্যরা?

বাংলাদেশে প্রস্তাবিত 'মোটরসাইকেল চলাচল বিধিমালা' খসড়ার কয়েকটি বিধি নিয়ে আলোচনা হচ্ছে চালক ও যাত্রীদের মধ্যে।

শহরের মধ্যে সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার, ১২ বছরের কমবয়সী শিশুকে মোটরসাইকেলে বসানো যাবে না, হাইওয়েতে মোটরসাইকেলের পেছনে যাত্রী বহন করা যাবে না – এরকম বেশ কিছু ধারা সংযুক্ত করা হয়েছে।

কিন্তু প্রস্তাবিত বিধিমালায় এই শর্তগুলো আরোপের পেছনে কী যুক্তি দিচ্ছেন আইন প্রস্তাবনা কমিটির সদস্যরা? জানার চেষ্টা করেছেন নাগিব বাহার।