ভূমিকম্পের পর তুরস্কে বাংলাদেশিরা কী পরিস্থিতিতে আছেন?

ভিডিওর ক্যাপশান, ভূমিকম্পের পর তুরস্কে বাংলাদেশিরা কী পরিস্থিতিতে আছেন?

দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির পর সেখানে আন্তর্জাতিক সাহায্য প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধারণা করছে, তুরস্ক এবং সিরিয়া জুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন।

দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।

তুরস্কে অনেক বাংলাদেশি থাকেন। কেউ শিক্ষার্থী, কেউ হয়তো চাকরির সুবাদে আছেন তুরস্কে। তাদের কী পরিস্থিতি জানার চেষ্টা করেছেন আফরোজা নীলা। ভিডিওটি দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও।

বিবিসি বাংলার আরও খবর: