শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শত শত নিহত
শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা দ্রুতই বাড়ছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮ এবং এটি স্থানীয় সময় ভোর সোয়া চারটার দিকে আঘাত হানে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭.৯ কিলোমিটার।
শক্তিশালী এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া উভয় দেশেই অনেক ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ ভেতরে আটকা পড়ে আছে।
ফলে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
তুরস্ক জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এছাড়া উদ্ধারকাজে যেন কর্মীরা পরস্পরের মধ্যে সমন্বয় করতে পারেন সেকারণে জনসাধারণকে মোবাইল ফোন ব্যবহার না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসি বাংলার আরও খবর: