আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
মিয়ানমারের বিভক্ত পরিবার: 'আমি যদি প্রথম গুলি করি, তাহলে তোমায় মেরে ফেলব ছেলে'
মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে যে লড়াই চলছে তার ফলে একটা পরিবারে যে বিভক্তি দেখা দিয়েছে এটা তাদেরই গল্প। একসময়ের কৃষক এখন মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে গণতন্ত্রের জন্য।
বো কিয়ার ইয়েন এই দলের নেতা।
তার চার ছেলের পাশাপাশি তিনিও লড়াই করছেন। দুই ছেলে সেনাবাহিনীর জন্য কাজ করছে। এই দুই ছেলে ও তাদের বাবা একে অপরের শত্রু এখন।
যুদ্ধক্ষেত্রে পিতা-পুত্রের দেখা হলে কী হবে তা নিয়ে স্পষ্ট বার্তাও দিয়েছেন বো কিয়ার ইয়েন। এই ভিডিও প্রতিবেদনে এই পরিবারের ভয়াবহ অভিজ্ঞতা আর তাদের বিভক্তির গল্প।