সুনীল গঙ্গোপাধ্যায়: টিভি দেখা ও বই পড়া নিয়ে বিবিসিকে যা বলেছিলেন
বাংলা সাহিত্যের নন্দিত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় - পশ্চিম বাংলার পাশাপাশি বাংলাদেশেও সমান জনপ্রিয়।
উপন্যাসের পাশাপাশি ছোটগল্পকার এবং কবি হিসেবেও সমাদৃত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়।
সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর সাহিত্যে সহজ-সরল ভাষায় বর্ণনার মাধ্যমে পাঠকদের আকৃষ্ট করেছেন।
সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের ফরিদপুরে ১৯৩৪ সালে। কিন্তু মাত্র চার বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন।
কলকাতায় বসবাস করলেও বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এ সাহিত্যিকের।
১৯৫৩ সাল থেকে তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন। ১৯৫৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘একা এবং কয়েকজন’ এবং ১৯৬৬ সালে প্রথম উপন্যাস ‘আত্মপ্রকাশ’ প্রকাশিত হয়।
উপমহাদেশের ইতিহাসকে উপজীব্য করে তার উপন্যাস ‘পূর্ব-পশ্চিম’, ‘সেই সময়’ এবং ‘প্রথম আলো’ বাংলাদেশ এবং কোলকাতার পাঠক মহলে বেশ আলোড়ন তুলেছিল।
সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু কাহিনী চলচ্চিত্রায়িত হয়েছে। তার মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ এবং ‘প্রতিদ্বন্দ্বী’ উল্লেখযোগ্য।
২০১২ সালের ২৩শে অক্টোবর ৭৮ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন সুনীল গঙ্গোপাধ্যায়।
বিবিসি বাংলায় আরও দেখতে পারেন: