আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কাতার বিশ্বকাপ ২০২২: এবার ফাইনালের স্বপ্ন দেখছেন মরক্কোর সমর্থকরা
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মরক্কোর বিজয় ফুটবল দুনিয়ায় যেন রীতিমত ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে।
এই প্রথম আফ্রিকা এবং আরব বিশ্বের কোন দেশ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে। মরক্কোর এই অসাধারণ সাফল্যে দেশটির সমর্থকরা উল্লাসে মেতে উঠেছেন।
এই উল্লাস-উচ্ছ্বাস কেবল মরক্কোতেই সীমাবদ্ধ নেই, মধ্যপ্রাচ্যের দেশে দেশে, ইউরোপে, আমেরিকায় মরক্কোর সমর্থকরা রাস্তায় নেমে আসেন এই বিজয় উদযাপনের জন্য।
কাতারে পর্তুগালের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর বিবিসির শাইমা খলিল কথা বলেছেন সেখানে মরক্কোর সমর্থকদের সঙ্গে: