আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবল ২০২২: কাতারে বাড়িতে বসেই বিশ্বকাপ ফুটবল দেখছেন যারা
কাতারের যে বাসিন্দারা স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা দেখতে যাননি - তারা ম্যাচগুলো উপভোগ করছেন বাড়িতেই বন্ধুদের ডেকে একসাথে বসে ।
তাদের কাছে, ফুটবল খেলা মানেই আনন্দ। তার সাথে অনেকেই এভাবে ঐতিহ্যবাহী আরব সংস্কৃতির সমন্বয় ঘটিয়েছেন।
একসাথে বসে খেলা দেখার সাথে যোগ হয়েছে লাকড়ির আগুন জ্বালিয়ে রান্না, শিশায় ধূমপান, আর ঐতিহ্যবাহী আরব খাবার। এতে থাকে মশলা মেশানো ভাত আর মাংস।
একে তারা বলেন মজলিস। কখনো কখনো এতে নারী অতিথিরাও আসেন ,আবার কখনো থাকেন শুধুই পুরুষরা।
অনেকে এভাবে প্রতিসপ্তাহেই সমবেত হন পরিবার, বন্ধু-আত্মীয়স্বজন সবাইকে নিয়ে।