আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পরাজয়ের চার বছর পরও সন্দেহভাজন আইএস সদস্য ও তাদের স্বজনে ঠাসা সিরিয়ার অনেক বন্দিশিবির
ইসলামিক স্টেটের পরাজয়ের প্রায় চার বছর হতে চললো। কিন্তু এতদিন পরও ঐ গোষ্ঠীর হাজার হাজার সদস্য এবং তাদের স্বজনরা উত্তর সিরিয়ার অনেকগুলো বন্দি শিবিরে আটক।
মার্কিন নেতৃত্বে কোয়ালিশন বাহিনী বলছে এই বন্দিরা বিশ্বের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে, কিন্তু এরা যেসব দেশের নাগরিক তারা এদের ফিরিয়ে নিতে চাইছে না।
বিবিসির নাফিসে কোনাবার্ড এরকম কিছু বন্দি শিবিরে যাওয়ার বিরল সুযোগ পেয়েছিলেন।