আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
রাশিয়া ইউক্রেন যুদ্ধ: খেরসন থেকে পিছু হঠাকে যেভাবে দেখছে রুশ জনগণ
যুদ্ধের নয় মাসের মাথায় ইউক্রেনের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা বলছেন তারা প্রেসিডেন্ট পুতিনের বাহিনীর বিরুদ্ধে লড়াই-এ উল্লেখযোগ্য রকমের অগ্রগতি সাধন করেছেন।
রুশ বাহিনী স্বীকার করেছে তাদের রসদ সরবরাহে সমস্যা হচ্ছে এবং এই কারণে তারা দক্ষিণের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা খেরসন থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়েছে।
রাশিয়ার এই পিছু হঠাকে মস্কোর জনসাধারণ কিভাবে দেখছে?
এ নিয়ে মস্কো থেকে বিবিসির রাশিয়া বিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গের প্রতিবেদন, পরিবেশন করছেন মিজানুর রহমান খান: