আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
রোগব্যাধি: আগামী দিনগুলোয় কেন বাড়বে নতুন নানা রোগের ঝুঁকি
জলবায়ু পরিবর্তনের ফলে নতুন নতুন সংক্রমণ আর রোগের আত্মপ্রকাশের রাস্তা খুলে যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, নগরায়ন আর মানুষের চলাচলের পাশাপাশি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে অনেক ব্যাকটেরিয়া সহজে বাড়তে পারবে, কিছু রোগও সহজে ছড়াতে পারবে এমন সম্ভাবনা আছে।
এর আভাসও দেখা যাচ্ছে ইতোমধ্যেই ।
দেখা যাচ্ছে যে আফ্রিকার উঁচু অংশে, এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় ম্যালেরিয়া ও ডেঙ্গু ক্রমাগত বাড়ছে - যেখানে এ রোগ আগে ছিল না। এমনকি ইউরোপেও স্থানীয়ভাবে ডেঙ্গু সংক্রমণ হতে দেখা যাচ্ছে - যা কুড়ি বছর আগে অকল্পনীয় ছিল ।
বিভিন্ন জরিপে বলা হয়েছে যে রোগ-বহনকারী মশা নানাদেশে ছড়িয়ে পড়বে যদি কার্বন নির্গমন না কমে।
বিশেষজ্ঞরা বলছেন, এর মোকাবিলার জন্য দরকার উন্নততর টিকা ও এ্যান্টিবায়োটিক, আর পূর্ব প্রস্তুতি।