ক্রিকেট: ভারতের নারী ক্রিকেটারদের পুরুষের সমান ম্যাচ ফি দেয়ার সিদ্ধান্ত

ছবির উৎস, Getty Images
ভারতের পুরুষ ও মহিলা আন্তর্জাতিক দলের খেলোয়াড়রা সমান ম্যাচ ফি পাবেন বলে দেশটির বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট সিদ্ধান্ত নিয়েছে।
বিসিসিআইয়ের অনারারি সেক্রেটারি জয় শাহ বলছেন, ক্রিকেটে "লিঙ্গ সমতার নবযুগে" চুক্তিবদ্ধ ক্রিকেটাররা একই বেতন পাবেন।
জুলাই মাসে নিউজিল্যান্ড ক্রিকেট এবিষয়ে পাঁচ বছরের এক চুক্তি করার পর এই পদক্ষেপ নেয়া হয়।
তবে ম্যাচ ফি সমান করা হলেও রিটেইনার ফি কিংবা কেন্দ্রীয় চুক্তির হিসাবে নারী ও পুরুষের পাওনার মধ্যে তফাৎ থাকছেই।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
আরও পড়তে পারেন:
মি. শাহ'র সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায়, পুরুষদের টেস্ট দলের ব্যাটার চেতেশ্বর পূজারা এই সিদ্ধান্তটিকে বিসিসিআইয়ের "একটি দুর্দান্ত পদক্ষেপ" বলে বর্ণনা করেছেন।
এটি "বিশ্বকে অনুসরণ করার জন্য একটি উদাহরণ স্থাপন করছে" বলেও তিনি উল্লেখ করেন।
জয় শাহ বলেন, এই চুক্তি অনুযায়ী পুরুষ ও মহিলারা টেস্টের জন্য প্রায় ১৫ লাখ রুপি, একদিনের আন্তর্জাতিক খেলার জন্য ছয় লাখ এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য তিন লাখ রুপি উপার্জন করবেন।
ভিডিও দেখুন:
আতহার আলী খান: বাংলাওয়াশ শব্দের জনক ক্রিকেট ধারাভাষ্য নিয়ে বিতর্ক ও সমালোচনার জবাব দিলেন
এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of YouTube post








