রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: কামিকাজি ড্রোনে কেন আস্থা রাখছে পুতিন?
সম্প্রতি ইউক্রেন অভিযোগ করে যে কিয়েভে তাদের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কামিকাজি ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। এখন এই কামিকাজি ড্রোনটা কী?
এটা মূলত বিস্ফোরক বহন করে লক্ষ্যের দিকে ছুটে যায় এবং কোথাও ইমপ্যাক্ট বা ধাক্কা লাগার পরই বিস্ফোরণ ঘটায় ও একই সাথে ড্রোনটিও ধ্বংস হয়ে যায়।
তবে ধারণা করা হচ্ছে যে এই ড্রোনটি ইরানের তৈরি। যার নাম শাহেদ ওয়ান থার্টি সিক্স। এই ড্রোনকে রাশিয়ায় ডাকা হয় জেরানিয়াম টু বলে।
এই কামিকাজি ড্রোন কতগুলো আছে- রাশিয়ার সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায় না, তবে যুক্তরাষ্ট্র দাবী করছে ইরান কয়েকশ ড্রোন পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়ায়, তবে ইরান এটি অস্বীকার করেছে, ক্রেমলিনও এমন দাবী উড়িয়ে দিচ্ছে।