টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: স্কটল্যাল্ডের কাছে ধরাশায়ী দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল স্কটল্যান্ড

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল স্কটল্যান্ড
    • Author, রায়হান মাসুদ
    • Role, বিবিসি বাংলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেছে দুই বারের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ।

ঠিক আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে নামিবিয়ার জয় দিয়ে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২, আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজকে স্কটল্যান্ড হারিয়ে দিল।

জনপ্রিয় ক্রিকেট উপস্থাপক হারশা ভোগলে টুইটারে লিখেছেন, "গতকাল নামিবিয়া, আজ স্কটল্যান্ড!"

Skip X post, 1
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 1

হোবার্টে আজ ৪২ রানের জয় পেয়েছে স্কটল্যান্ড।

ম্যাচটি নিয়ে টুইটারে তুমুল আলোচনা হচ্ছে, কেউ কেউ লিখেছেন চ্যাম্পিয়নের মতো খেলছে স্কটল্যান্ড।

Skip X post, 2
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 2

ক্রীড়া লেখক বোরিয়া মজুমদার টুইটারে লিখেছেন, "কী দারুণ এক বিশ্বকাপ শুরু হলো।"

নামিবিয়া ও স্কটল্যান্ডের জয়ের মধ্যেই ক্রিকেট লেখক মেলিন্ডা ফ্যারেল প্রশ্ন তুলেছেন, "কেন এই দলগুলোকে অস্ট্রেলিয়ার মিডিয়া 'ছোট দল' লিখছে। তারা কষ্ট করেছে, বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছে এবং দক্ষতার সাথে ম্যাচ জিতেছে।"

এসব জয়কে 'অঘটন' বলতে নারাজ এই ক্রিকেট লেখক।

Skip X post, 3
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 3

পরপর দুই আইসিসির দুই সহযোগী সদস্য রান ডিফেন্ড করে জিতে গেল।

ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর টুইটারে লিখেছেন, "এগুলো কেবলই জয় নয়, এগুলো বার্তা। কী মসলাদার শুরু হলো বিশ্বকাপের, অভিনন্দন স্কটল্যান্ড।"

Skip X post, 4
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 4

পাকিস্তানের একটি টেলিভিশন শো-তে দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক বলেন, এই বিশ্বকাপে রান তাড়া করা কঠিন হবে। এর চেয়ে রান করে সেটা ডিফেন্ড করা সহজ হবে।

ক্রিকেটারদের নিয়ে জানতে পারেন

স্কটল্যান্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দারুণ সব ক্যাচ নিয়েছেন স্কটল্যান্ডের ফিল্ডাররা

ম্যাচে যা ঘটেছিল

ওয়েস্ট ইন্ডিজ আজ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাট করতে নেমে শুরু থেকে ইতিবাচক ব্যাটিং করে স্কটল্যান্ড।

ষষ্ঠ ওভারে এক দফা বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গিয়েছিল, ততক্ষণে কোনও উইকেট না হারিয়ে স্কটল্যান্ড ৫৩ রান তুলেছিল।

বৃষ্টির পরে খেলা শুরু হলে রান তোলার গতি কমলেও স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা প্রতি ওভারে বাউন্ডারি তোলার চেষ্টা করে।

ওপেনার জর্জ মুন্সে শুরু থেকে শেষ পর্যন্ত টিকেছিলেন, ৫৩ বলে ৬৬ রান তোলেন তিনি শেষ পর্যন্ত। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

এছাড়া ক্যালাম ম্যাকলয়েড ১৪ বলে ২৩ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন।

পুরো ২০ ওভার ব্যাট করে ১৬০ রান তোলে স্কটল্যান্ড।

জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা খারাপ করেনি।

তৃতীয় ওভারে কাইল মেয়ার্সের উইকেট হারানোর আগে তিনি ১৩ বলে ২০ রান তোলেন। পাওয়ার প্লের ছয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৫৩ রান।

কিন্তু এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।

মিডল অর্ডারে অধিনায়ক নিকোলাস পুরান ৫, শামার ব্রুকস ৪ ও রভমান পাওয়েল ৫ রান করে আউট হয়ে যান।

শেষদিকে খানিকটা চেষ্টা করেছিলেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার কিন্তু তা যথেষ্ট ছিল না, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, উইকেটও ছিল না যথেষ্ট, প্রয়োজনীয় রান রেট ছিল নাগালের বাইরে।

জেসন হোল্ডার ৩৩ বল খেলে ৩৮ রান তোলেন।

মার্ক ওয়াট, স্কটল্যান্ড

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্কটল্যান্ডের মার্ক ওয়াট ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন

স্কটল্যান্ডের দুই স্পিনারের বল খেলতে হিমশিম খেয়েছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।

স্কটল্যান্ডের মার্ক ওয়াট ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। মাইকেল লিস্ক ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

ডট বল দিয়ে মাঝের ওভারগুলোতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের চাপে ফেলেছেন স্পিনাররা।

পরে চাপের মুখে বল তুলে মারতে গিয়ে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

স্কটল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য, গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা পূর্ণ সদস্য বাংলাদেশকে হারিয়েছিল।

ম্যাচ শেষে স্কটল্যান্ডের অধিনায়ক রিচার্ড বেরিংটন বলেন, "এটা আমাদের জন্য বিশেষ এক জয়। আমরা খুব বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারিনি। ৫০ ওভারের প্রচুর ম্যাচ খেলেছি, সেই দক্ষতাকে ছোট ফরম্যাটে নতুন রূপ দেয়ার চেষ্টা করেছি।"

ম্যাচ শেষে উইজডেন ইন্ডিয়ার হেড অফ কনটেন্ট অভিষেক মুখার্জী টুইটারে লিখেছেন, ২৩ বছর আগে বিশ্বকাপের এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৬৮ রানে অলআউট করে দিয়েছিল স্কটল্যান্ডকে। সেবার লাঞ্চের আগেই খেলা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কীভাবে খেলা বদলে গেল। কী দারুণ জয় ওয়েস্ট ইন্ডিজের।