আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কালো জাদু: আর্থিক অনটন কাটাতে কেরালায় দুজন নারীকে কথিত নরবলি?
[সতর্কতা: এই ভিডিওটি আপনার জন্য অস্বস্তির কারণ হতে পারে]
ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় পুলিশ মঙ্গলবার এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দুজন নারীকে নির্যাতন করে হত্যা করেছেন তারা।
আর এই হত্যার পেছনের মোটিভ যখন পুলিশ সামনে নিয়ে আসে, সেটা কেরালা তো বটেই পুরো ভারতে আলোড়ন ফেলে দেয়।
পুলিশ জানায়, আটকের পর অভিযুক্তরা স্বীকার করে যে আর্থিক অনটনের মধ্যে যাচ্ছিলেন ঐ দম্পতি।
যাদুবিদ্যা চর্চাকারী শাফি নামে এক ব্যক্তি তাদের পরামর্শ দেয় এ থেকে মুক্তি পেতে 'নরবলি' অর্থ্যাৎ মানুষ হত্যা করতে হবে।
বাকিটা দেখুন ভিডিওতে।