আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
চীনের হুমকির মুখেও যে পরিচয়ে আলাদা থাকতে চায় তাইওয়ান
তাইওয়ানে এবার ‘জাতীয় দিবস’ পালিত হচ্ছে এমন এক সময় যখন দেশটির বিরুদ্ধে চীনের দিক থেকে হুমকি বাড়ছে।
সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে, এখন তাইওয়ানের আরও বেশি সংখ্যক মানুষ নিজেদেরকে ‘তাইওয়ানিজ’ বলে পরিচয় দেয় এবং তারা এই দ্বীপটির গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বহাল রাখতে রাখতে চায়।
কিন্তু বেইজিং এখন তাইওয়ানের বিরুদ্ধে এক অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে।
তারা তাইওয়ানের প্রায় দু’হাজার পণ্য আমদানি নিষিদ্ধ করেছে।
দেখুন তাইওয়ান থেকে বিবিসি সংবাদদাতা রুপার্ট উইংফিল্ড হেইজের রিপোর্ট।