গুগল ইফেক্ট বা ডিজিটাল অ্যামনেসিয়া কী, প্রতিরোধের উপায় কী?

ইউনিভার্সিটি অফ বার্মিংহামের এক গবেষণায় বলা হয়, অনেক মানুষ তথ্য আত্মস্থ করার পরিবর্তে তারা সেগুলো কম্পিউটার বা সার্চ ইঞ্জিনে খোঁজে।

আর সার্চ ইঞ্জিনে খোঁজার এই প্রবণতাকেই বলা হয় গুগল ইফেক্ট। গুগল ইফেক্টের আরেকটি নাম ডিজিটাল অ্যামনেসিয়া।

ডিজিটাল অ্যামনেসিয়া হচ্ছে মস্কিস্কের দীর্ঘমেয়াদে তথ্য ধরে রাখার ব্যর্থতা। এই ইফেক্টের নানা ধরণের প্রভাব রয়েছে।

কী সেগুলো? আর এই প্রবণতা কীভাবে দূর করা যায় - ব্যাখ্যা করছেন বিবিসির মুন্নী আক্তার।

বিবিসি বাংলার আরো খবর: