আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সন্তানরা অন্ধ হওয়ার আগে বিশ্বভ্রমণে কানাডীয় এক পরিবার
এডিথ ও সেবাস্টিয়ানের শিশুদের চোখে বিরল এক অসুখ ধরা পড়লো। এই জেনেটিক রোগের কারণে এক সময়ে তারা অন্ধ হয়ে যাবে। একারণে তারা সন্তানদের নিয়ে বিশ্বভ্রমণে বের হয়ে পড়ার সিদ্ধান্ত নিলো। উদ্দেশ্য তাদেরকে এমন দৃশ্য দেখানো যা তারা মনে রাখতে পারবে।
রেটিনাইটিস পিগমেন্টোসা অসুখ নিয়ে কারো কারো জন্ম হয় এবং অনেক সময় এর কোনো উপসর্গ চোখেও পড়ে না।
এক বছরের জন্য বিশ্বভ্রমণে বেড়িয়ে পড়া এই পরিবারটি এখনও পর্যন্ত নামিবিয়া, জাম্বিয়া, তাঞ্জানিয়া, তুরস্ক, মঙ্গোলিয়া এবং ইন্দোনেশিয়া এই ছ’টি দেশ ভ্রমণ করেছে।
দেখুন ভিডিওতে।