আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
জ্যামাইকার অর্ধেকেরও বেশি লোক ব্রিটিশ রাজতন্ত্রকে আর চায় না
রানি এলিজাবেথের প্রয়াণে নানাভাবে শোক পালন করা হচ্ছে সাবেক ব্রিটিশ উপনিবেশ জ্যামাইকায়।
রানি ২০০২ সালে তার সুবর্ণ জয়ন্তীর আগ পর্যন্ত ক্যারিবিয় এই দ্বীপরাষ্ট্রে প্রতি দশ বছরে অন্তত একবার সফর করেছেন। নতুন রাজা হিসাবে তৃতীয় চার্লস এখন জ্যামাইকার রাষ্ট্রপ্রধান।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জ্যামাইকাতে ব্রিটিশ রাজতন্ত্রের সাথে সম্পর্ক ছিন্ন করে প্রজাতন্ত্র হওয়ার জন্য গণভোটের দাবি জোরালো হচ্ছে।
রানির মৃত্যুর পর জ্যামাইকার প্রধানমন্ত্রী বলেছেন তার দেশের জন্য নতুন এক অধ্যায় শুরু হচ্ছে।
জুন মাসে কমনওয়েলথ শীর্ষ বৈঠকে তৎকালীন যুবরাজ চার্লস, যিনি এখন রাজা, মন্তব্য করেছিলেন রাজতন্ত্রের সাথে সম্পর্ক নির্ধারণের বিষয়টি দেশগুলোর নিজস্ব সিদ্ধান্ত।
জ্যামাইকার রাজধানী কিংস্টন থেকে বিবিসির নাদা তৌফিকের পাঠানো রিপোর্ট।
বিবিসি বাংলার আরও খবর: