রানি এলিজাবেথ: ব্রিটিশ রানির মৃত্যুতে যুক্তরাজ্যে শোক পালন
ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে মানুষ।

ছবির উৎস, Samir Hussein/Getty Images
বাকিংহাম প্রাসাদে ফুল দিতে ও রানির বাসভবনের ছবি তুলতে জড়ো হয় হাজার হাজার মানুষ। সে সময় ব্রিটেনের জাতীয় পতাকা অর্ধনমিত ছিল।

ছবির উৎস, Reuters

ছবির উৎস, Tom Pilston

ছবির উৎস, Tom Pilston

ছবির উৎস, Getty Images
প্রাসাদের দরজাগুলোয় রানির মৃত্যুর খবর জানিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়।

ছবির উৎস, Tom Pilston
বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার দুপুরে শান্তিপূর্ণভাবে মৃত্যু হয় রানির। আবহাওয়া খারাপ থাকলেও কিছুক্ষণের মধ্যেই প্রাসাদের প্রবেশপথে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শুরু করে মানুষ।

ছবির উৎস, Russell Cheyne / Reuters
রানির পছন্দের আবাসস্থল ছিল উইন্ডসর প্রাসাদ। এখানকার স্থানীয়রা রানিকে তাদের প্রতিবেশী হিসেবেই বিবেচনা করতেন।

ছবির উৎস, Jonathan Brady/PA

ছবির উৎস, Chris Jackson/Getty Images
লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আর এফসিবিএস-এর মধ্যকার ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ছবির উৎস, Peter Cziborra/Reuters
রানির আরেকটি বাসভবন, এডিনবরার হোলিরুডহাউজ প্রাসাদেও শোক ও শ্রদ্ধা প্রকাশ করতে জড়ো হয় মানুষ।

ছবির উৎস, Jane Barlow/PA

ছবির উৎস, Carl Recine/Reuters

ছবির উৎস, Carl Recine/Reuters
লন্ডনের পিকাডিলি সার্কাসের বিশাল ইলেকট্রনিক বিলবোর্ডে রানির একটি ছবি প্রদর্শন করা হয়, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।

ছবির উৎস, Reuters








